Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

সরকারের রূপকল্প-২০৪১ এর বাস্তবায়নসহ SDGs এর ৩টি লক্ষ্যমাত্রা অর্জনে লীড, ১টি লক্ষ্যমাত্রা অর্জনে কো-লীড এবং ২০টি লক্ষ্যমাত্রা অর্জনে এসোসিয়েট হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দায়িত্ব পালন করছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগের ঝুকি মোকাবলায় সরকার কর্তৃক গৃহীত “বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০” নামে বাংলাদেশের প্রথম শতবর্ষী মহাপরিকল্পনার প্রায় ৮০% বাস্তবায়নের গুরু দায়িত্ব পানি সম্পদ মন্ত্রণালয়ের উপর অর্পিত এবং সে লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করে শরীয়তপুর জেলায় ১৭.৭৪ কিঃমিঃ তীর সংরক্ষণ কাজ, মাদারীপুর জেলায় ১১১.০০ লক্ষ ঘনমিটার নদী ড্রেজিং, ৬.৩০০ কিঃমিঃ নদী তীর সংরক্ষণ কাজ, এবং গোপালগঞ্জ জেলায় ৩.৪৫ লক্ষ ঘনমিটার নদী ড্রেজিং, ৩.১৭৫ কিঃমিঃ নদী তীর সংরক্ষণ, ১০২.৩৬ কিঃমিঃ খাল পুনঃখনন, ১৩.০০ কিঃমিঃ ডুবন্ত বাঁধ মেরামত কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ভাঙ্গনপ্রবন পদ্মা, আড়ীয়াল খাঁ ও মধুমতি নদীর অববাহিকায় নদীতীর সংরক্ষণ প্রকল্পের ডিপিপি প্রক্রিয়াধীন রয়েছে। ফলে নদীর বেসিন ব্যবস্থাপনার মাধ্যমে বন্যার ঝুঁকিহ্রাস, শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ ব্যবস্থার উন্নয়ন, দুর্যোগ মোকাবেলায় আপদকালীন কার্যক্রমে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অত্র এলাকা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।