Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

বন্যার ক্ষয়ক্ষতি হতে দেশের জনসাধারণের জানমাল রক্ষা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর পওর সার্কেল বন্যা নিয়ন্ত্রন, নদী ভাঙ্গন রোধ, নদী ড্রেজিং, সেচ ব্যবস্থাপনা উন্নয়নে, জলাবদ্ধতা দূরীকরণ ও ভূমি পুনঃরুদ্ধারের কাজ করছে। ফরিদপুর পওর সার্কেল, বাপাউবো, ফরিদপুর বিভিন্ন প্রকল্পের আওতায় ৩১.৮১৫ কিঃমিঃ নদী তীর সংরক্ষণমূলক কাজ , ৫.০০ কিঃমিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৪টি বন্যা নিয়ন্ত্রণ নিস্কাশন অবকাঠামো, ১৫০.০০কিঃমিঃ নিষ্কাশন খাল পুনঃখনন, ৫৫.০০ কিঃমিঃ নদী খনন ও ৭৫.২৫কিঃমিঃ নদী ড্রেজিং , ১টি ৬-ভেন্ট রেগুলেটর, ১টি বিসর্জন ঘাটলা নির্মাণ কাজ সম্পন্ন করেছে। ফলে তৎসংলগ্ন এলাকাসমুহ বন্যামুক্তকরণসহ নদী ভাংগন হতে রক্ষা পেয়েছে এবং আর্থসামাজিক উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করছে।